বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বিজিবির অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ আটক মাহবুব আলী।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭৮টি ভারতীয় স্মার্টফোনসহ তিন চোরাকারবারিকে আটক করেছে র্যাব ও বিজিবি সদস্যরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ও ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে র্যাাব ক্যাম্প হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতরা হল-শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের জিলানী ওরফে সুইট (২১), চন্ডিুর ঘোষপাড়ার মনিরুল ইসলামের ছেলে করিম ইসলাম সিয়াম (২১) ও ছত্রাজিতপুর কুমারপাড়ার নেস মোহাম্মদের ছেলে ইউসুফ বিশ্বাস (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-৫৩ বিজিবির দেয়া তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরেই এই চোরাচালান চক্রের বিষয়ে র্যাবের একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরপর ৫৩ বিজিবির দুটি ও র্যাবের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে প্রথমে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় আব্দুল কাদের জিলানীর বাড়িতে অভিযান পরিচালনা করে ৪৩ টি অবৈধ ভারতীয় স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে আব্দুল কাদের জিলানীর দেয়া তথ্যের ভিত্তিতে আরো দুটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯টি ও ১৬টি সর্বমোট ৭৮টি অবৈধ মোবাইল উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়-আটক চোরাকারবারিরা একটি সংঘবদ্ধ চক্র। তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মোবাইল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ বলেন, র্যাব এর দায়ের করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।