চাঁপাইনবাবগঞ্জ অন্ধ কল্যাণ সমিতির দুই যুগ পুর্তি উৎসব ১০ নভেম্বর

আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


বাংলাদেশের জাতীয় সমাজসেবামূলক সামাজিক সংগঠন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার দুই যুগ পুতি উপলক্ষে রোববার ( ১০ নভেম্বর) কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

২০০০ সালের ১০ নভেম্বর এই স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ যাত্রা শুরু করেছিলো। শাখা প্রতিষ্ঠার পর থেকেই পাশ্ববর্তী জেলা সহ এই জেলার গরীব ও অসহায় চক্ষু রোগীদের নামমাত্র ও সম্পুর্ন বিনামুল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ সহ চোখের বিভিন্ন অপারেশন করা হচ্ছে। এই সুদীর্ঘ পথ পরিক্রমায় এই সমিতি সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চাপাইনবাবগঞ্জ জেলায় একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছে যেখানে প্রতিদিন গড়ে দুই শতাধিক চক্ষু রোগীকে আউটডোর চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং একেবারে নামমাত্র মুল্যে ছানি অপারেশন করা হয়।

রোববার (১০ নভেম্বর) সমিতির দুই যুগ পুতি উপলক্ষে সমিতি ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের যৌথ উদ্দোগে একটি বন্যাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় এই র‌্যালি উদ্বোধন করবেন সমিতির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম খাদেমুল ইসলাম ফিকশন।

সমিতির দুই যুগ (২৪ বছর) পুতি উপলক্ষে চিকিৎসাসেবা নিতে আসা প্রথম ২৪ জন চক্ষু রোগীকে সম্পুর্ন বিনামুল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হবে।

এছাড়াও দুই যুগ পুতি উপলক্ষে ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন দৃস্টি উন্নয়ন সংস্থার ( Dristy Unnoyon Society DUS) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. শাহীন রেজা চৌধুরী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে মোট ২৪ জন গরীব ও অসহায় চক্ষু রোগীর সম্পুর্ন বিনামুল্যে ছানি অপারেশন (ওঙখ) করবেন মর্মে ঘোষণা ও প্রতিশ্রুতি প্রদান করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ