চাঁপাইনবাবগঞ্জ অন্ধ কল্যাণ সমিতির দুই যুগ পুতি উৎসব পালিত

আপডেট: নভেম্বর ১০, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


বাংলাদেশের সমাজসেবামূলক সামাজিক সংগঠন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা তাদের প্রতিষ্ঠার দুই যুগ (২৪ বছর) উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন করেছে।

২০০০ সালের ১০ নভেম্বর এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে জেলার গরীব ও অসহায় চক্ষু রোগীদের নামমাত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও অপারেশন করে আসছে। পরবর্তীতে অত্র সমিতি এবং সরকারের সাথে পাবলিক প্রাইভেট পাটনারশীপ প্রকল্পের আওতায় জেলায় ৬ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে এবং উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই চক্ষু হাসপাতালে প্রতিদিন দুই শতাধিক চক্ষু রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন এবং প্রতিমাসে পাচশতাধিক চক্ষু রোগীর ছানি অপারেশন ও ফ্যাকো অপারেশন করা হচ্ছে।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রতিষ্ঠা উপলক্ষে রোববার (১০ নভেম্বর) চক্ষু হাসপাতালে মিলন মেলায় মেতে উঠেন সমিতির দাতা, আজীবন সদস্য এবং শুভানুধ্যায়ীরা।

দিনটি উদযাপন উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টাই চক্ষু হাসপাতাল চত্বরে বেলুন উড়িয়ে বন্যাঢ্য র‌্যালির উদ্বোধন করেন সমিতির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও এই চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম খাদেমুল ইসলাম ফিকশন। সমিতির ২৪ বছর উদযাপন উপলক্ষে রোববার ২৪ জন চক্ষু রোগীকে সম্পুর্ন বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এছাড়াও দৃস্টি উন্নয়ন সংস্থা বা উটঝ এর প্রতিষ্ঠাতা ও নিবাহী পরিচালক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা শাহীন রেজা চৌধুরী ২৪ জন গরীব চক্ষুরোগীদের সম্পুর্ন বিনামুল্যে ছানি অপারেশন করার ব্যবস্থা গ্রহণ করেছেন বলে চক্ষু হাসপাতাল সুত্রে জানা গেছে।#

 

Exit mobile version