সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ১৫টি পদে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত দুইটি প্যানেলের ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুস সামাদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রতিদ্বদ্বিতা করছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত কাজল-ওদুদ পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন কাজল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুল ওদুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. তাহির জামিল জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। ২১৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান তিনি।