চাঁপাইনবাবগঞ্জ উপনির্বাচন : নৌকা-আপেল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ণ


জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ভোটচলাকালে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেখানে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তা শহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এছাড়া ইভিএমের যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ একটু দেরিতে শুরু হয়েছে।
আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন ভোট দিতে এসে অভিযোগ করে বলেন, ‘ভোটগ্রহণের শুরুতেই আমার কর্মী সমর্থকদের ওপর হামলা হয়েছে। কেন্দ্রে এসে দেখলাম খবরটি সত্য।’

তবে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওদুদের বক্তব্য পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জাগো নিউজকে বলেন, ‘অল্প একটু দু’পক্ষের সমার্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে এনেছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ