রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর অফিস
‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
এদিন সকালে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনায় সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, জেলা নাটাবের সভাপতি মনিম উদ দৌলা চৌধুরী, ডা. অসিত কুমার, ডা. এমএ মতিন। বক্তারা বলেন, এক নাগাড়ে তিন সপ্তার অধিক সময় কাশি, যক্ষ্মা রোগের লক্ষন, তাই দেশ এবং জেলা থেকে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসতে হবে।
অপরদিকে এদিন সকালে নাটোর জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং লেপ্রা বংলাদেশ ও নাটাবের সহযোগিতায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনীরুজ্জামান ভুঞা, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, সদর হাসপাতালের আরএমও ডা. আবুল কালাম আজাদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার সাহা, টিবি কনসালট্যান্ট ডা. জীবেশ সাহা, লেপ্রা বাংলাদেশের জেলা সমন্বয়কারী নাজমুল শরিফ, নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার এনামুর রহমান চিনুসহ অন্যরা। বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিদিন এক হাজার মানুষ টিবি রোগে আক্রান্ত হচ্ছে এবং দুইশ জন মারা যাচ্ছে। অথচ বাংলাদেশ সরকার বিনা খরচে এ রোগ সনাক্তকরণ ও চিকিৎসার জন্য সকল ব্যবস্থা রেখেছেন। তাই সকলকে সচেতন হয়ে তাদের কফ পরীক্ষা করাতে হবে। যদি কারো যক্ষ্মা হয়ে থাকে তাহলে এই বিনা খরচে চিকিৎসা নেয়ার আহবান জানান তারা।