রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে জাসদ ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় রাজনীতিতে কালো টাকার মালিকের প্রাধান্য বাড়ছে। তাই অবিলম্বে ডাকসুসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান তারা।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক রামিম হোসেন, সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা শামীম হোসেন প্রমুখ।