মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এর বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে ও তা নিষ্পত্তির লক্ষে বাণিজ্য মন্ত্রনালয়ের মহাপরিচালক বরাবরে তাকে তলব করা হয়েছে।
তলবকৃত শুনানির নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠন-১ এর উপসচিব এম.এম.মোস্তফা জামাল চৌধুরী স্বাক্ষরিত ১২ মে ২০২৪ তারিখের স্বারক নং ২৬.০০,০০০০,১৫৬,৩২,০১৫,৯৯,১৭৯ চিঠিতে বলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্্যান্ড ইন্ডাস্ট্রি এর বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগ নিষ্পত্তির লক্ষে একটি শুনানী মহাপরিচালক (যুগ্মসচিব) বাণিজ্য সংগঠন এর সভাপতিত্বে আগামী ১৫ মে ২০২৪ তারিখ সকাল ১১টায় তার অফিস কক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে।
চিঠিতে অনুলিপি বা বিতরণীতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, জার্মান রেমন, সচিব বঙ্কিম চন্দ্র, পরিচালক মাহবুব আলম, আব্দুল মতিন সেলিম, আনোয়ার পারভেজ, মো. আনোয়ার হোসেন, মো. রাইহানুল ইসলাম লুনা, মেসার্স আলিশা ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মো. সোহেল রানা।
স্মারক নং ২৬.০০,০০০০,১৫৬,৩২,০১৫,৯৯,১৭৯/১(৫) সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করেছেন, নিবন্ধক (অতিরিক্ত সচিব) যৌথ মূলধন কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর, উপসচিব প্রশাসন-৭ শাখা, বাণিজ্য মন্ত্রণালয়, একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) সিনিয়ন সচিবের দপ্তর, সভাপতি এফবিসিসিআই, ব্যাক্তিগত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মহাপরিচালক বানিজ্য সংগঠন এর দপ্তর,বাণিজ্য মন্ত্রণালয়।