চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

আপডেট: জানুয়ারি ৫, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ শহরের স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদের বাগানবাড়িতে তাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মঈনুদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদুদ এমপি, সাবেক সাংসদ জিয়াউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, স্বাচিপ নেতা ডা. শিমুল, শিবগঞ্জের মেয়র কারিবুল ইসলাম রাজিন প্রমুখ। অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ