চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতিকে সতর্ক করলো কেন্দ্র

আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ১:৩৩ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


দলের গঠনতন্ত্র না মেনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় তোপের মুখে পড়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু। বিষয়টিকে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকা- উল্লেখ করে জেলা সভাপতিকে সতর্কীকরণ চিঠি দিয়েছে দলের হাইকমান্ড। সেইসঙ্গে জেলা সভাপতি ঘোষিত সদর উপজেলা ও পৌর কমিটি বাতিল করে আগের কমিটিকেই বহাল রেখেছে কেন্দ্র।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, গত ৬ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক কর্মীসভায় নবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির অনুমোদিত কমিটিকে বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি দলের গঠনতন্ত্র পরিপন্থী। এই অবস্থায় জেলা বিএনপির সভাপতি ঘোষিত সদর উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করে আগের কমিটিকেই বহাল রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া ভবিষ্যতে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী এমন কর্মকা-ে জড়িত না হওয়ার জন্য জেলা বিএনপির সভাপতিতে সতর্ক করে দেয়া হয়েছে ওই পত্রে।
বিষয়টি নিয়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দলীয় হাইকমান্ডের দেয়া সতর্কীকরণ চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ