মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শনিবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি এডভোকেট রবিউল ইসলাম রবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহা: আশফাকুর রহমান রাসেল এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো রুহুল আমিন।
সভায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি মোহা: আকরাম আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী, মহিলা বিষয়ক সম্পাদক শাম্মী আকতার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মোহা: সেলিম রেজা, সাধারণ সম্পাদক মো মিয়ামুল হক, নাচোল উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি তোরিকুল ইসলাম সাধারণ সম্পাদক মো: খোকুন, গোমস্তাপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল হাদি সহ অন্যান্যরা। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে যাকেই নৌকা প্রতিক দিবেন তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করতে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।