চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বুধবার (১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের দু’টি আসনে উপনির্বাচনকে ঘিরে সোমবার (৩০ জানুয়ারি) প্রচার-প্রচারণা শেষ, এখন শুধুই ভোটের অপেক্ষা। বুধবার (১ ফেব্রুয়ারি) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথবারের মত ভোট দেবে দু’টি আসনের ভোটাররা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ৮ লক্ষ ১৬ হাজার ৯৪৫ ভোটার ওইদিন নিজের রায় দেবেন কে হবে আগামী বাকি সময়ের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনের সংসদ সদস্য। গত ১৬ জানুয়ারী প্রতীক বরাদ্দের পর চাঁপাইনবাবগঞ্জের দু’টি আসনে প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা শুরু করে। সোমবার প্রচারণা শেষ হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থীর সমর্থকরা। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সোমবার মধ্যরাত থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। ভোটের দিন নির্বাচনী এলাকায় বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, মহাসড়ক ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এর আওতামুক্ত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমান, আ.লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাথল প্রতীকের মোঃ খুরশিদ আলম বাচ্চু, অপর বিদ্রোহী প্রার্থী আপেল প্রতীকের মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিএনএফ’র টেলিভিশন প্রতীকের মোঃ নবিউল ইসলাম ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মোঃ গোলাম মোস্তফা এবং অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর ও পৌরসভা) আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, স্বতন্ত্র প্রার্থী গত পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী হয়ে বহিস্কৃত সাবেক যুবলীগ নেতা আপেল প্রতীকের মোঃ সামিউল হক লিটন এবং বিএনএফ’র টেলিভিশন কামরুজ্জামান খাঁন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০। ১৮০টি ভোট কেন্দ্রের ১২৩০টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এই আসনে ১৭২টি ভোট কেন্দ্রের ১২৪০টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এদিকে উপনির্বাচনের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দু’টি আসনে নির্বাচনের দিন ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে আইনশৃংখলাবাহিনী ও ষ্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন। সবার সহযোগিতায় একটি ভালো নির্বাচন দেওয়া সম্ভব হবে। এছাড়া র্যাবের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব বিজিবি সদস্যরাও থাকবে।