চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মানববন্ধন

আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি ৪৯টি পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউটয়ে কর্মরত ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি)’ শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি রাজস্বখাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্বখাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বারঘরিয়ায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে এই কর্মসূচির আয়োজন করা হয়। বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির শহিদ মিনার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সালাউদ্দিন ইউসুফ ও আব্দুল কাদের জিলানীসহ অন্যরা।

‘আমার সোনার বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই’-এই সেøাগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল ছাত্র-জনতার আত্মার মাগফেরাত ও আহত সকল ছাত্র-জনতার দ্রুত সুস্থতা কামনা করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় অন্যান্য শিক্ষক-ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।