সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের নয়াগোলায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতর প্রাঙ্গণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বোর্ডের সভাপতি পলাশ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী হাসান শাহ নাওয়াজ, সমিতির সচিব মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আশরাফ আলী প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার ভিশন-২০২১ বাস্তবায়নের জন্য প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক খাদেমুল হক, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোজাম্মেল হক, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রশিদ, মাঈনুদ্দ্নি মন্ডল, জহির আব্বাস উপস্থিত ছিলেন।