শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগন্জ পৌরএলাকার জোড়গাচ্ছি জামে মসজিদের অ্যাকাউণ্টে অর্থ না থাকায় বাকি কাজ শেষ করতে পারছেনা মসজিদ কমিটি । এমতাবস্থায় এলাকাবাসী বিত্তশালী ব্যাবসায়ী ও দানশীল ব্যাক্তিদের সহায়তার জন্য আবেদন করেছেন।
জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জোড়গাচ্ছি এলাকার জনসাধারণ নিজেরাই অর্থ দিয়ে ৮ কাটা মাটি ক্রয় করে আধুনিক মানের দোতালা মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহন করে। আনুমানিক ৬০/৭০ লাখ টাকা ব্যায় করে অনেকটাই সফল ভাবে ৮০% ভাগ কাজ শেষ করেছেন।
মসজিদ কমেটির সভাপতি মাওলানা আব্দুল মতিন জানান এলাকার জনসাধারণ বিদেশে অবস্থানরত ভায়েদের প্রচেষ্টাই মুলত মসজিদ নির্মাণে তাঁরা অনেকদুর এগিয়ে নিয়ে গেছেন। শেষ মুহুর্তের কিছু কাজ অর্থ সংকটের কারনে আটকে গেছে। তিনি বিদেশে অবস্থানরত ভাই ও পৌরসভার দানশীল ব্যাক্তিদের বাকী কাজ সম্পন্ন করতে এগিয়ে আসার আবেদন করেছেন।
স্থানীয় সমাজসেবক আব্দুল কাদের জানান মুলত এলাকার মুসুল্লি ও জনসাধারণের নেতৃত্বে ও অর্থায়নে ক্রমান্বয়ে এগিয়ে চলছিল মসজিদের নির্মাণ কাজ। এ মসজিদ নির্মাণ হলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬–৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বড়ো অশের জনসাধারন এ মসজিদে নামাজ আদায় করবেন।
তিনি আরও জানান আর্থিক সংকটের কারণে বর্তমান মসজিদের প্লাস্টার টাইলস ওজু খানাসহ আরও কিছু কাজ বন্দ হয়ে গেছে।
নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় মসজিদের চতুর্দিকের ওয়াল ও ফ্লোর ঢালাই না থাকায় নামাজ পড়া নিয়ে দুর্ভোগে পড়েছেন এই মসজিদের মুসল্লিরা। অপরদিকে, মসজিদের নির্মাণকাজ শেষ করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছে গ্রামবাসী ও মুসল্লিরা।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম জানান, বর্তমানে মসজিদের অ্যাকাউণ্টে অবশিষ্ট আর কোন টাকা না থাকায় অর্থের অভাবে মসজিদটির মেঝে, টাইলস অজুখানা ল্যাট্রিন সহ কিছু কাজ বাকী আছ্।ে অন্তত নামাজ পড়ার উপযোগী করতে প্রায় ২৫/ ৩০ লাখ টাকার প্রয়োজন।
স্থানীয় সমাজ সেবক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘মসজিদের নির্মাণকাজ শেষ না হওয়ায় মসজিদের এসে নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছে। বর্ষার মৌসুমে এবং প্রচন্ড গরমে জামায়াতে নামাজ পড়া খুব কঠিন হয়ে পড়ে। এখন আল্লাহ জানেন, কবে টাকা-পয়সা জোগাড় হয়ে নির্মাণ কাজ শেষ হবে।’
সরজমিন গেলে জোড় গাচ্ছি এলাকার মুসুল্লিরা বলেন, আমরা গ্রামের খেটে-খাওয়া গরিব মানুষ। বড় অংকের টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য আমাদের নেই। জানি না মসজিদের নির্মাণকাজ কবে শেষ হবে,
শান্তিতে মুসুল্লিরা নামাজ পড়তে পারবেন।
তাই মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে দেশ- বিদেশ, সমাজের বিত্তবান এবং ধর্মপ্রাণ মানুষের কাছে
আবেদন যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করে মসজিদটির বাকী কাজ সম্পন্ন করতে নিম্ন ঠিকানায় সহযোগিতা করুন।
টাকা পাঠানোর ঠিকানা ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা একাউন্ট নম্বর ২৫০০১৩২০২০/ ৬৮৯৯১০৮
কোষাধ্যক্ষ মো. হুমায়ন কবির *০১৭১৭৭৯৭৮৫৬