শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
চাঁপাইনবাবগঞ্জ স্কুল কাপ-২০২৪ কারাতে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। প্রতিযোগিতায় ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৭টি তাম্র পদক পেয়েছে শিক্ষাবোর্ড টিম। গেল ১০ জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চীফ রেফারির দায়িত্বপালন করেন শেখ মাহমুুদুন নবী তুষার এবং রেফারির দায়িত্বপালন করেন তন্ময় ঘোষ সুজন, গোলাম মুর্ত্তুজা মিল্টন, শাহিনুরুল ইসলাম শাহিন ও ফরিদ হোসেন।
রাজশাহী শিক্ষাবোর্ড টিমে স্বর্ণ ও রৌপ পদক পেয়েছেন, অনিরুদ্ধ ঘোষ অনি, ফাতেমা, জীবন রানা, অরিদম ঘোষ রূদ্ধ, নুর মোহাম্মদ সাদ, শেখ ওয়াহিদুন্নবী সিফাত, নোমান সাদিক, রুবেল খান, রাহুল শেখ মুন, রজব আলী মোল্লা, তাজদার হোসেন তানজিল ও আবিহা হোসেন ইফা।
খেলার রানার্সআপ ট্রফি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর হুমায়ূন কবীরের হাতে তুলে দেওয়া হয়। ট্রফি তুলে দেন ক্রীড়া অফিসার ওয়ালিদ হোসেন, সহকারী ক্রীড়া অফিসার হাসান আলী, কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও বিশাল রহমানসহ খেলোয়াড়বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক প্রফেসর আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক এনামুল হক, উপ-পরিচালক জিয়াউল হক প্রমুখ।