চাঁপাইনবাবঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় জনি(২৪) নামে একজনের যাজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরও ২ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার পৃথক এক ধারায় ওই ব্যক্তিকে আরও ৩ বছর করাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ডের আদেশ দেয় আদালত। আদেশে উল্লেখ করা হয়, উভয় সাজা একত্রে কার্যকর হবে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ মো. রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে দণ্ড প্রদান করেন। জনি জেলার শিবগঞ্জের শাহাবাজপুরের চাঁদপুর গ্রামের মোবারক আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আ্ইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০২২ সালের ২০ মার্চ জেলার শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরি গ্রামে র‌্যাবের অভিযানে ৬০ গ্রাম হেরোইন ও ৯৭৫ পিস ইয়াবসহ গ্রেপ্তার হয় জনি। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাব ক্যাম্পের উপ-পরিদর্শক তারিফুল ইসলাম। ২০২২ সালের ২৬ জুন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহুল হক জনিকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন।