মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের মামলায় তমাল আলী (২২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন। তমাল রাজশাহীর গোদাগাড়ীর আমতলী হঠাৎপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হরিপুরে অভিযান চালায় র্যাব-৫,রাজশাহী। অভিযানে ১ কেজি ২২৫ গ্রাম হেরোইনসহ আটক হয় তমাল। এ ঘটনায় ওইদিন সদর থানায় মামলা করেন র্যাবের নায়েব সুবেদার দিলিপ রায়। মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ওবাইদুল হক ২০২০ সালের ৩১ অক্টোবর তমালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।