চাঁপাইয়ে শেষ হয়েছে কাবদলের তিন দিনের গ্রুপ ক্যাম্প

আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদলের তিন দিনের গ্রুপ ক্যাম্প বৃহস্পতিবার (১০ অক্টোবর) শেষ হয়েছে। গত মঙ্গলবার এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছিলো।

তিন দিনের এ আয়োজনে কয়েকটি ধাপে অংশ নেন, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, সদর উপজেলা কমিশনার হাসিনুর রহমান, ভোলাহাট উপজেলা সম্পাদক রাকিবুল ইসলাম, নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব গ্রুপ কমিটির সভাপতি ওসমান গণি, কাব লিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার কামাল পাশা, নাজলি বেগম, শরিফা খাতুন, স্কাউট অনুরাগী মামুন আলী, নাশিতা রহমান সোহা ও সানজিদাসহ অনান্যরা।

স্কাউটসের মৌলিক বিষয়, দড়ির কাজ, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে ধারনা দেয়া হয় কাব সদস্যদের। শেষে কাব অভিযানেও অংশ নেয় তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version