চাঁপাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ

আপডেট: অক্টোবর ১৯, ২০১৬, ১১:৫৬ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে।
গতকাল ফাইনাল খেলায় মেয়েদের বিভাগে ভোলাহাট উপজেলার ৩৩নম্বর হেলাচী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে । নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। অপরদিকে ছেলেদের বিভাগে সদর উপজেলার চরবাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে ইমন ও হাকিম এবং বিজিত দলের পক্ষে রক্তিম ১টি গোল করেন। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন আসাদুল ও কারিমা। আর সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন হাকিম ও শামীমা। খেলা পরিচালনা করেন তারাজ হোসেন, তাকে সহযোগিতা করে পুতুল ও কুসুম।

 
এদিকে ফাইনাল খেলা শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল হান্নান, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার,  সদর সার্কেল সিনিয়র এএসপি ওয়ারেশ আলী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, রহনপুর পৌরসভার পৌর মেয়র তারিক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, এডিপিইও মো. সায়েদুন ইসলাম, আব্দুল মমিন, মনিটরিং অফিসার ইসাহাক আলী, শিক্ষক মারুফুল হক, সৈয়বুর রহমান প্রমূখ।