সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি উপজেলায় ৪র্থ পর্যায়ে আরও ২৩০ গৃহহীন পরিবারের মাঝে পাঁকা ঘর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী জেলার সদর উপজেলা, নাচোল ও গোমস্তাপুর উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষনা করেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ সুবিধাভোগী পরিবারের মাঝে মালিকানার নথিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় তাদের হাতে কিছু বাড়ির ব্যবহৃত উপকরণ তুলে দেয়া হয়। ভাড়া বাড়ি বা অন্যের বাড়িতে থাকা এ সব সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি। বানু বেগম সবার পক্ষ থেকে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ, বীর মুক্তিযাদ্ধা মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ। উল্লেখ্য, ২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দু’ট কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। ঘরের চারপাশে খোলা জায়গা, সেখানে সুবিধাভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন।