মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাসুদ-উল-হক ইনস্টিটিউট প্রাঙ্গনে গতকাল রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জ ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাসব্যাপী অনূর্ধ্ব ১৬ বালিকা হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমী। এসময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল কমিটির সম্পাদক আহসান হাবিব মিন্টু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান প্রমুখ। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন হ্যান্ডবল কোচ ওয়াহেদুল ইসলাম। তাকে সহযোগিতা করছে আফ্রিদি সম্রাট। প্রশিক্ষণে ৩০ জন বালিকা অংশগ্রহণ করছে।