বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সদরের বকচর পদ্মা নদীর পাড় থেকে হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ দুই কেজি একশ গ্রাম। সন্ধ্যায় ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দীন পাঠান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুপুরে বিজিবির বকচর পোস্টের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর পাড়ে অভিযান চালায়। এসময় দুই কেজি একশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত হেরোউনের আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।