চাকরি পেতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু কঙ্গোর স্টেডিয়ামে, জখম অন্তত ১৪০

আপডেট: নভেম্বর ২২, ২০২৩, ১:২৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


কঙ্গোয় সেনাবাহিনিতে যোগ দেয়ার জন্য হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হল। এই ঘটনায় আহত হয়েছেন ১৪০ জন। আহতদের অনেকেরই অবস্থা আশংকাজনক। কঙ্গোর কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত সেনায় যোগদানের প্রক্রিয়া স্থগিত করা হচ্ছে। নিহতদের শ্রদ্ধা জানাতে দেশটিতে এক দিনের জন্য ‘জাতীয় শোক’ ঘোষণা করা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, কঙ্গোর ওরনানো স্টেডিয়ামে সেনাবাহিনিতে যোগদানের প্রক্রিয়া চলছিল। ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন ১৮ থেকে ২৫ বছর বয়সি যুবকেরা। কিন্তু মঙ্গলবার (২১ নভেম্বর) কঙ্গোর রাজধানী ব্রাজাভিলের ওই স্টেডিয়ামে চাকরি পেতে উৎসুক যুবকদের ভিড় জমে যায়। অনেকেই লাইন ভেঙে হুড়োহুড়ি শুরু করে দেন। তাতেই ভিড়েঠাসা স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মারা যান ৩১ জন।

কঙ্গোর ভয়ঙ্কর অর্থনৈতিক অবস্থাকেও এ ঘটনার জন্য দায়ী করছেন কেউ কেউ। বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান মতে, গৃহযুদ্ধে বিপর্যস্থ কঙ্গোয় বেকারত্বের হার ৪২ শতাংশ। খনিজ তেলসমৃদ্ধ কঙ্গোর গ্রামীণ এলাকায় ১৫ শতাংশ জনগোষ্ঠীর কাছে এখন পর্যন্ত বিদ্যুতের আলোই পৌঁছেনি। এই পরিস্থিতিতে স্থায়ী চাকরি পেতে সে দেশের অধিকাংশ যুবকই সেনায় যোগ দিতে উৎসাহী থাকে। মঙ্গলবার চাকরির জন্য লাইনে দাঁড়ানো এক যুবক সংবাদ সংস্থা এপিকে বলেন, শুধু নাম নথিভুক্ত করাতেই রাত হয়ে যায়। আমাদের মধ্যে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে ঠেলাঠেলি করা শুরু করে দেয়। তার ফলেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়।”

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ