চাটমোহরের ইউএনও রেদুয়ানুল হালিম বদলি, নতুন ইউএনও মুসা নাসের চৌধুরী

আপডেট: নভেম্বর ১২, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি


অবশেষে পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমকে বদলি করা হয়েছে। তাকে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে গত ১০ নভেম্বর তাকে এই বদলির আদেশ দেয়া হয়।

তার পরিবর্তে মুসা নাসের চৌধুরীকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

রেদুয়ানুল হালিম ২০২৩ সালের ২০ জুলাই ইউএনও হিসেবে চাটমোহরে যোগদান করেছিলেন। সে হিসেবে তিনি চাটমোহরে ১৬ মাস দায়িত্ব পালন করলেন। রেদুয়ানুল হালিমের বাড়ি নেত্রকোনা জেলায়। আর মুসা নাসের চৌধুরীর বাড়ি গাইবান্ধা জেলায়।

এ বিষয়ে রেদুয়ানুল হালিমের সাথে কথা বলতে মঙ্গলবার (১২ নভেম্বর) সাংবাদিকরা তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, রেদুয়ানুল হালিম ইউএনও হিসেবে চাটমোহরে যোগদানের পর থেকে তার আচরণ ও প্রশাসনিক ভূমিকায় সন্তুষ্ট ছিলেন না সাংবাদিকসহ সাধারণ মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ