চাটমোহরে শতাধিক হতদরিদ্রদের মাঝে ১ কেজি করে কুরবানির মাংস বিতরণ

আপডেট: জুন ১১, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি :


ইদের দিন পাবনার চাটমোহরে শতাধিক অসহায়-দরিদ্র পরিবার পেল কুরবানির মাংস।
শনিবার (৭ জুন) বিকেলে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কুরবান প্রজেক্টের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ১১৫ জনের প্রত্যেকের মাঝে এক কেজি করে কুরবানির মাংস বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী কুরবানির এই মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি সাংবাদিক পবিত্র তালুকদার, সদস্য সোহান হোসেন, আলমগীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, প্রতিবছরই আমরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্রদের জন্য কুরবানি দিয়ে থাকি। উপস্থিত প্রত্যেককে ১ কেজি করে গরুর মাংস দেওয়া হয়েছে। মূলত যেসব মানুষ সারাদিন ঘুরে ঘুরে মাংস সংগ্রহের পর রাতে গিয়ে রান্না করে খেয়ে থাকেন তাদের ঈদ আনন্দ অনেকটা ফিকে হয়ে যায়। ওই সব মানুষদের কথা চিন্তা করেই ইদের নামাজ শেষে কুরবানি দিয়ে থাকি এবং সেসব মাংস হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়ে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ