সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা উচ্চবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. অলীউল আলম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূরুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু, আ’লীগ নেতা আবদুল জলিল ও চাপিলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম প্রমুখ। ওই অনুষ্ঠানে ৭০ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবধর্না দেয়া হয়।