বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
চারঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজনে রেজিষ্ট্রেশনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আব্দুস সামাদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লা সুলতানা, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ইউসুফপুর চেয়ারম্যান শফিউল আলম রতন,উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী আজম ও সাংবাদিক নজরুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে উপজেলার ১৫টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।