শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) ইউএনও জাকিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা খাতুন, জেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, ভাইস চেয়ারম্যান নাজমুল হক, সরদহ মহাবিদ্যালয়ের অধ্যাপক মাজদার রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এসএম মোজাম্মেল হক, মডেল থানার ওসির প্রতিনিধি উপ-পরিদর্শক মিজানুর রহমান, কালচারাল ফোরামের নিবাহী পরিচালক কামরুজ্জামান, নিবার্চিত শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম, বিজিবি প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) ইউএনও জাকিউল ইসলাম বলেন, আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারি কারণে দেশে জঙ্গিবাদ সকল তৎপরতা বন্ধ করা হয়েছে। তবে মাদকদ্রব্য বতর্মান সমাজ ব্যবস্থাকে ধংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। পুলিশের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। তৃর্নমূল পযার্য়ে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজকে মাদকমুক্ত করাতে হবে।