চারঘাটে আদিবাসী শিশুর লাশ উদ্ধার

আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ

চারঘাট প্রতিনিধি


রাজশাহীর চারঘাটে অর্ধগলিত এক আদিবাসী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পুড়াভিটা নামক এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত দেব কুমার (০৬) পাহাড়িয়া পুড়াভিটা আদিবাসী গ্রামের শম্ভুনাথ পাহাড়িয়ার ছেলে।
নিমপাড়া ইউনিয়নের কামিনী গঙ্গারামপুর পুড়াভিটা এলাকার জনৈক রমজান আলী নামে এক ব্যক্তির আম বাগানে দেব নামের শিশুটির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সংবাদ দিলে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।
নিহত শিশুর পিতা শম্ভুনাথ জানান, গত ১০ দিন পূর্বে শিশু দেব বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় নি। স্থানীয়দের সংবাদে শিশুটির পরিচয় সনাক্ত করেন দেবের পিতা শম্ভুনাথ। দেবের সৎ পিতা অনিল তাকে পরিকল্পিতভাবে খুন করেছে বলে দাবি করেন নিহতের মা আরতি রানী। এ বিষয়ে নিহতের বাবা শম্ভুনাথ হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি নিবারন চন্দ্র বর্মন।