শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
চারঘাট ৪ নম্বর নিমপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নে নন্দনগাছি ডিগ্রি কলেজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেছের আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, নন্দনগাছি ডিগ্রি কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম দুলাল, নিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, নিমপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, নন্দনগাছি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিল্লাতুন নাহারসহ তৃনমুলের নেতাকর্মীরা। প্রধান অতিথি বলেন, বতর্মান সরকার উন্নয়নের সরকার। সকল আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীদের এক সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি। অনুষ্ঠান শেষে নন্দনগাছি বালিকা উচ্চবিদ্যালয়ের চারতলা ভিত্তি প্রস্তরের একতলা একাডেমিক ভবনের ফলক উন্মোচন করে দোয়া মোনাজাত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।