শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলা আশা ব্রাঞ্চের উদ্যোগে অনিয়মিত সদস্যদের নিয়মিতকরণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চারঘাট ব্রাঞ্চ অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী আঞ্চলিক ম্যানেজার রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা রাজশাহী জোন জেডএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম বিকুল। বিশেষ অতিথি ছিলেন পুঠিয়া জিএম সাজ্জাদ হোসেন, পুঠিয়া উপজেলা আঞ্চলিক ম্যানেজার খোরসেদ আলম, আখতারুজ্জামান ব্রাঞ্চ ম্যানেজার চারঘাট ১, শহিদুল ইসলাম ব্রাঞ্চ ম্যানেজার চারঘাট ২, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মহিউদ্দন, সাংবাদিক ও আশার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার ৩৫ জন আশা সদস্যদের মাঝে প্রত্যককে দুইটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।