রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
সোমবার ১২ রবিউল আওয়াল, পালিত হচ্ছে পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.)-নবি দিবস। এদিনকে বিশ্ব মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলাহি ওয়া সাল্লামের জন্ম ও ওফাত দিবস বলে চিহ্নিত করা হয়।
প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর শুভ আর্বিভাব ঘটে।
তারই অংশ হিসেবে সোমবার (১৬ সেপ্টেম্বর) চারঘাট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বাদ আছর নামাজের পর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে মহানবী হজরত মুহাম্মদ সাঃ আদর্শ শীর্ষক আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুজ্জামান সিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন,বিভাগীয় কার্য্যালয় রাজশাহী। আলোচক হিসেবে ছিলেন পেশ ইমাম হাফেজ মাওলানা আতিকুর রহমান, চারঘাট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোস্তাফিজুর, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, মোশারফ হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও মুসলিমগণ।