চারঘাটে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ২৫, ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:


যথাযোগ্য মর্যাদায় চারঘাটেও ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই দিবসটি উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সকাল ১১টায় চারঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা সোহেল হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম রঞ্জন কুমার সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান ও চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক হারুন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

এ বিভাগের অন্যান্য সংবাদ