চারঘাটে গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আনন্দ মিছিল

আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১১:৪৭ অপরাহ্ণ

05
চারঘাট প্রতিনিধি
‘ক্রীড়াঙ্গণে শক্তি, জঙ্গিবাদ ও মাদক থেকে মুক্তি’ এই প্রত্যয়কে সামনে রেখে জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর ব্যবস্থাপনায় চারঘাট ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃউপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে আনন্দ র‌্যালিটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও আবদুস সামাদ, সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সদস্য সাইফুল ইসলাম বাদশা, সাবেক ফুটবল খেলোয়াড় স্বপন কর্মকার, আওয়াল হোসেন, ছাত্রনেতা রানাসহ বিভিন্ন সাবেক খেলোয়াড়বৃন্দ।

 

আজ শনিবার বিকেল ৩টায় চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃউপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবেন চারঘাট ফুটবল একাদশ বনাম দুর্গাপুর ফুটবল একাদশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ