রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
’দক্ষ যুব গড়বো,বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযথ মর্যাদায় রাজশাহীর চারঘাটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতর আয়োজনে র্যালি ,আলোচনা সভা ও সনদপত্র,যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। এই দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র্যালি ও সনদপত্র, যুব ঋণের চেক বিতরণের আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী।