মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টিভিকাপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত এ খেলায় পুঠিয়া ক্লাবকে ৩-২ পয়েন্টে হারিয়ে আড়ানী ক্লাব চ্যাম্পিয়ন হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আ’লীগ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একরামুল হক, মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন, জাপার সভাপতি রফিকুল আলম চৌধুরী, অধ্যাপক মাজদার রহমান, ব্যাটমিন্টন টুর্নামেন্ট কমিটির সভাপতি হাফিজুর রহমান পিপলু, সাধারণ সম্পাদক আজিম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্যাটমিন্টন টুর্নামেন্ট ১৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় দুইটি দলের মধ্যে আড়ানী বনাম পুঠিয়া খেলা অনুষ্ঠিত হয়। পুঠিয়া ক্লাব ৩-২ পয়ন্টে হারিয়ে আড়ানী ক্লাব চ্যাম্পিয়ন হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংস্থার সভাপতি ও নিবার্হী কর্মকর্তা আশরাফুল ইসলাম।