রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলা বাজার সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে চারঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে চারঘাট রঙিন টিভিকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন চারঘাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম। ইউএনও আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণন চন্দ্র বর্মন, চারঘাট মহিলা কলেজের প্রভাষক এখলাক হোসেন লাভলু, চারঘাট ক্রীড়া সংস্থার ও পৌর আ’লীগের সাঃ সম্পাদক একরামুল হক, প্রেসক্লাবের সহসভাপতি ইসরাইল হোসেন, আব্দুল আওয়াল, ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সভাপতি নাজিম উদ্দিন, সাধাঃ সম্পাদক পিকলু ও সদস্য মাসুদরানা, সোহাগ, তুফানসহ স্থানীয় গন্যমান্যা ব্যক্তিবর্গ। টিভিকাপ ব্যাডমিন্টন খেলায় ১৮ টি দল প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।