চারঘাটে তিন চেয়ারম্যান প্রার্থীর ভাবনা ও নানা প্রতিশ্রুতি, লড়াই হবে ত্রিমুখি

আপডেট: জুন ১, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ


নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী):


উপজেলা নির্বাচন চতুর্থ ধাপে আগামী ৫ জুন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন আওয়ামী লীগের তিন প্রার্থী। উপজেলা নির্বাচনের আর চারদিন বাকি রয়েছে।

উপজেলা চেয়ারম্যন পদে নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য কি করবেন এমনটা ব্যক্ত করেছেন এসব প্রার্থীরা। প্রার্থী ও তাদের অনুসারীদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে দ্বারে দ্বারে যাচ্ছেন। নিয়মিত বিভিন্ন সভা-সমাবেশ করছেন তারা। বিভিন্ন কর্মকাণ্ড বিবেচনা করেই সঠিক রায় দিবেন ভোটাররা। চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নেমেছেন আওয়ামী লীগেরই তিন প্রার্থীÑ এরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও চারঘাট আ’লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে দিনরাত প্রচার প্রচারনা ও লিফলেট বিতরণ এবং ভোটারদের নিকট দোয়া প্রার্থনা করছেন, আ’লীগের যুগ্ম সম্পাদক ও শ্রেষ্ঠ করদাতা কাজী মাহামুদুল হাসান মামুন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ভোটারদের মধ্যে তার প্রচার করেছেন।

বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক ভিপি গোলাম কিবরিয়া (বিল্পব) ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় ক্যাম্পিং ও গণসংযোগ করছেন।
চেয়ারম্যান প্রার্থী ফকরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে চারঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আমি দায়িত্ব গ্রহণের পর আমার দায়িত্ব সঠিক-ভাবে পালনের চেষ্টা করেছি। আন্দোলন-সংগ্রামের মাঝ দিয়ে আমি সংগঠনকে গতিশীল করা ও সকল বাধা-বিপত্তি-উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার আস্থা অর্জনে কাজ করে যাচ্ছি। আবারো ভোটে নির্বাচিত বিজয়ী নিশ্চিত করবো।

চেয়ারম্যান প্রার্থী কাজী মাহামুদুল হাসান মামুন বলেন, ডিজিটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারঘাট উপজেলাকে মডেল উপজেলা গড়ার জন্য কাজ করবো। মাদক ও সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখবো, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করতে সহযোগিতা করা হবে ও খেলাধূলা জন্য মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন প্রতিশ্রতি দেন তিনি। তিনি বলেন, উপজেরাবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই।

চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া (বিল্পব) বলেন, বর্তমানে ভাইস চেয়ারম্যানে আমি দায়িত্ব পালন করেছি। নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো। তিনি আরও বলেন, রাস্তাঘাট,কালর্ভাটসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। উপজেলার প্রতিটি ওয়ার্ডে সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে, মাদকমুক্ত উপজেলা গড়তে সকল ব্যবস্থা গ্রহণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ করা হবে। চারঘাট উপজেলা শহরে পরিণত করা হবে। নির্বাচিত হলে জনগণকে নিয়ে পরিকল্পনা করে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কাজ করবো ইনশাআল্লাহ ।
উপজেলা চেয়ারম্যান পদে ৩ প্রার্থীই আশাবাদ ব্যক্ত করেন যে আগামী নির্বাচনে ভোটে তারা নির্বাচিত হবেন।

এদিকে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১২ জন নিবার্চনী এলাকায় প্রচার-প্রচারনা,লিফলেট বিতরণ ও মাইকিং গানে গানে ছন্দে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন।

এ বিভাগের অন্যান্য সংবাদ