চারঘাটে তিন বস্তায় ৮১০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়েছে মাদক কারবারিরা

আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর চারঘাটে তিনটি বস্তায় ৮১০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামে পুলিশ এই ফেনসিডিল উদ্ধার করে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারঘাট থানা পুলিশ ইউসুফপুর পশ্চিমপাড়ায় মাদক কেনাবেচার তথ্যে অভিযান চালায়। অভিযান টের পেয়ে কৌশলে প্লাস্টিকের তিনটি বস্তায় ৮১০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এরপর এই তিনটি বস্তা উদ্ধার করা হলে ৮১০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেনসিডিলের বোতল যারা ফেলে পালিয়েছে তারা আপন দুই ভাই। তারা ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে সুজন (৩২) ও আশিকুর রহমান (২৯)। অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েল করা হয়েছে।#

 

এ বিভাগের অন্যান্য সংবাদ