চারঘাটে দিনব্যাপি ভার্মি কম্পোষ্ট তৈরির উপর কৃষকদের প্রশিক্ষণ

আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ


চারঘাট প্রতিনিধি :


চারঘাটে ভার্মি কম্পোষ্ট তৈরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরদহ ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে থানাপাড়া সোয়ালোজ এর আয়োজনে পলাশবাড়ি কৃষক সংগঠনে এই প্রশিক্ষন আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে থানাপাড়া সোয়ালোজ এর নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে দিন ব্যাপি এই প্রশিক্ষনে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষিকর্মকর্তা আবু রায়হান জীবন।

এছাড়াও উপস্থিত ছিলেন সোয়ালোজ এর পরিচালক মাহমুদা বেগম গিনি, প্রডিউসার রিলেশন অফিসার জান্নাতুল মুনতেহিরা মৌটুশি, প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, ইউপি সদস্য ইমরান আলী, কৃষক সুখচান, সুলতানা, আদরীসহ কৃষকবৃন্দ।

প্রায় ২০ জন কৃষক ও কৃষানীকে ভার্মি কম্পোষ্ট তৈরির উপর হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনশেষে কৃষকদের মাঝে ভার্মি কম্পোষ্ট তৈরির উপকরন প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ