বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
চারঘাটে ধর্ষণ ও নারী- শিশু নির্যাতন মামলর চারজন আসামীকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। সোমবার (১৩ মে) রাত আনুমানিক ১০টায় উপজেলার চারঘাট ইউনিয়নের বড়বড়িয়া (গ্রচ্ছগ্রাম) বেলতলী জনৈক বেল্লাল পুকুর পাড় দক্ষিণ-পূর্ব বসতবাড়িী ধর্ষন,পর্নোগ্রাফি, ভিডিও ধারন ও অর্থের জন্য ভয়ভীতির ঘটনা ঘটে বড়বড়িয়া (গ্রচ্ছগ্রাম) বেলতলী এলাকায়।
মডেল থানা এজাহার মামলা সূত্রে জানা যায়, উপজেলার চারঘাট ইউনিয়নের বড়বড়িয়া (গ্রচ্ছগ্রাম) বেলতলী জনৈক বেল্লাল পুকুর পাড় দক্ষিণ-পূর্ব বসতবাড়িী বন্ধুসহ তিন-চারজন পালাক্রমে ধর্ষন করে এবং পর্নোগ্রাফি, ভিডিও ধারন ও অর্থের জন্য ভয়ভীতি প্রদান করেন ভিকটিমকে। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার ওসি এ এসএম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ও দিক-নিদের্শনায় ইন্সপেক্টর (তদন্ত) আফজাল ও উপ-পরিদর্শক মুক্তার হোসেন, জামাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঔই রাতে অভিযান চালিয়ে নিজ এলাকায় থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় ।
আটককৃত হলো সোহেল রানা (১৭) জিল্লুর রহমানের ছেলে, আবু সালাম ওরফে সাইদ (২০) বেলতলী গ্রামের মাহাতাব আলীর ছেলে ও হালিম আলী (২২) আফাজ আলীর ছেলে এবং আওয়াল হোসেন (২৮) শামসুল হকের ছেলে।
এ ব্যপারে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ এ.এস.এম সিদ্দিকুর রহমান নিশ্চিত বলেন, লালন মোল্লার স্ত্রী বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে ধর্ষণ ও নারী- শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে এবং ২৪ ঘন্টার মাঝে আসামী ৪ জনকে গ্রেফতার করে শনিবার (১৮ মে) সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।