চারঘাটে নবাগত ইউএনও‘র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:১৮ পূর্বাহ্ণ

চারঘাট প্রতিনিধি



চারঘাট প্রেসক্লাবে নবাগত ইউএনও আশরাফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সাড়ে ১২টায় চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন চারঘাট প্রেসক্লাবের সহসভাপতি ইসরাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক কামরুজ্জামান, অর্থসম্পাদক ময়েন উদ্দিন পিন্টু, দফতর সম্পাদক খোরসেদ আলম, সদস্য আতিকুর রহমান আশাসহ সাংবাদিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত ইউএনও আশরাফুল ইসলাম জানান, সৈনিক কলমের মাধ্যমে সত্য নিষ্ঠা-বস্তু সংবাদ প্রকাশ করবেন এবং চারঘাটে বড় একটি সমস্যা মাদক, ভেজাল খাদ্য ও চিটাগুড় নির্মূল করতে সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতার আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ