বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৬জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে ৬টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত নারী সংরক্ষিত ১৮ জন ও সাধারন সদস্য ৫৪ জন মোট ৭২ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ও চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য,গত ২৬ ডিসেম্মর অনুষ্ঠিত হয় চারঘাট উপজেলার ৬টি ইউপি নির্বাচন।