সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী ) প্রতিনিধি :আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, চারঘাট মডেল থানা অফিসার ইনর্চাজ এসএম সিদ্দিকুর রহমান, একটি বাড়ি, একটি খামার প্রকল্প কর্মকর্তা লাইলা আরজুমান বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামন, সারদা থানাপাড়া সোয়ালোজ ডিএস সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সদস্য, সাংবাদিক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।