চারঘাটে নারী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :জেলার চারঘাটে উপজেলার শলুয়া ইউনিয়নে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদ হল রুমে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদেও সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন প্রধান অতিথি ছিলেন। সংরক্ষিত নারী সদস্য জামেনা বেগম, পিয়ারী বেগম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়া লানাসরিন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, চলমান উন্নয়ন প্রকল্ল, বাড়ির আশেপাশে শাকসবজির আবাদসহ সকল জমির সর্বোচ্চ ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশুনির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্যঅধিকার নিয়ে আলোচনা করেন। এছাড়া নিপাহ ভাইরাস প্রতিরোধে সেচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ