মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
চারঘাটে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোয়ালোজ ইন ডেনমার্ক সহযোগিতায় নেট টু রাইটস থানাপাড়া সোয়ালোজ আয়োজনে বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নেট টু রাইটস থানাপাড়া সোয়ালোজ সমন্বয়কারী রফিকুল ইসলামের সঞ্চালনায় সারদা থানাপাড়া সোয়ালোজ ডিএস এর নিবার্হী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নেট টু রাইটস এর সদস্য আফজাল হোসেন।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন নিমপাড় ইউনিয়নের নেট টু রাইটস আহবায়ক খন্দকার গোলাম ফারুক, সাবেক ইউপি মহিলা (জিআরপি) সদস্য পিয়ারী খাতুন, জিআরপি সদস্য জিয়াউল রহমান,চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সারদা থানাপাড়া সোয়ালোজ নেট টু রাইটস উন্নয়ন কর্মী সাইফুল ইসলামসহ শিক্ষক,ব্র্যাক প্রতিনিধি,এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, দারিদ্র বিমোচনে অবদানের লক্ষ্যে আতœ কর্মসংস্থানমুলক বাস্তবায়ন করা, বাল্য বিবাহ ও যৌতুকের কুফল এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে স্কুলের ছাত্রীদের বাল্য বিবাহ প্রতিরোধে মেয়েদের আগামী দিনের স্বপ্ন দেখানোর মাধ্যমে শিক্ষকের ভুমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।