চারঘাটে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১১:১১ অপরাহ্ণ

চারঘাট প্রতিনিধি:


চারঘাটে নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ইউনিয়নের তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন রোববার বেলা ১১টায় নন্দনগাছি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৪২ জনের মাঝে শীতার্ত ও দরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ৬০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ও ইউএনও সোহরাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্দে, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন, শিক্ষক রেজাউল করিম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ