চারঘাটে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

আপডেট: জানুয়ারি ২১, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


চারঘাটে জেলা ডিবি পুলিশের অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ জানুয়ারি) চারঘাট মেরামতপুর মন্ডলপাড়া গ্রাম হতে রাত ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ জিল্লুর রহমান পিটার (৩৪)। সে জেলার চারঘাট থানাধীন গোপালপুর স্কুলপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্স-সহ গত ২০ জানুয়ারি রাতে টায় চারঘাট থানার হল মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম জানতে পারেন, চারঘাট মেরামতপুর মন্ডলপাড়া গ্রামের ভিপি নৈয়ব স্মৃতি সড়ক মোড়ের পাকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ দাউদ উজ জামান আকাশের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান পিটারকে আটক করে তার দেহ তল্লাশি করে তার কাছে থাকা ৪৫ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান পিটারের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version