সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
চারঘাটের চক মোক্তারপুরে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, চারঘাটের চকমোক্তারপুরের মৃত আমজাদ আলীর ছেলে মাবুদ আলী মাউস (৩৭), ইউসুফপুর কান্দিপাড়ার দুলাল শেখের ছেলে মো. হাফিজ বানিপ (২৩)। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল চারঘাটের চকমোক্তারপুরে অভিয়ান চালিয়ে তাদের তাদের গ্রেফতার করে। এসময় তাদের থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে চারঘাট থাকায় মামলা দেওয়া হয়েছে।